অ্যাপস অথবা ওয়েবসাইট ছাড়াই True Caller ব্যবহার করুন [ Secret Tips ]

আসসালামুআলাইকুম , আশা করি সবাই ভালো আছেন

আজকে আপনাদের আমি বলব কিভাবে আপনারা কোনো ধরনের অ্যাপস অথবা ওয়েবসাইট ছাড়াই TRUE CALLER ব্যাবহার করবেন , আর যারা TRUE CALLER সম্পর্কে জানেন না তাদের বলি এটা এমন একটা অ্যাপ জেটা দিয়ে আপনারা যে কারো নাম দেখতে পারবেন , এটা অনেক সময় অনেকেই মনে করেন যে এটা মোবাইল এর ইনফরমেশন চুরি করে , যারা এটা মোবাইলে ব্যাবহার করতে চান না তাদের জন্য এটা হবে একটি সেরা মেথড
তো চলেন শুরু করা যাক
প্রথমত আপনাদেরকে বলি এটা হলো টেলিগ্রাম বট মেথড , মানে আপনি একটা বট এর মাধ্যমে এই কাজটা করতে পারবেন , যারা আগে থেকেই জানেন এই মেথড তারা স্কিপ করতে পারেন





১) সর্বপ্রথম আপনাকে টেলিগ্রাম অ্যাপস এ প্রবেশ করতে হবে অ্যাপস না থাকলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন

২) নতুন থাকলে লগিইন করে নিবেন লগইন করা একদমই সহজ

৩) তারপর সার্চ অপশন এ চলে জান এরপর সার্চ করুন @TrueCeallr1Bot এই বট ইউজার নামটি


৪) ওপেন করুন তারপর স্টার্ট এ ক্লিক করুন , যদি আপনাকে কোনো চ্যানেল এ জয়েন করতে বলে জয়েন হবেন

৫) তারপর আপনার নাম্বার দিন এখানে একটা কথা বলা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার নাম্বার লিখার আগে দেশের কোড দিয়ে নিবেন যেমনঃ +880 এটি ইংরে্জিতে দিবেন।

৬) এরপর বটকে ওই নাম্বার তা country কোড সহ লিখে সেন্ড করুন

আশা করি আপনার পোস্ট টা ভালো লেগেছে , কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার চোখে দেখবেন , ধন্যবাদ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
"/>
"/>